নওগাঁয় শনিবার রাতে বিএনপির চার নেতা–কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে, যাতে তিন ভাইসহ আহত হয়েছেন। শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় রাত ১০টার দিকে এই হামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে আফজাল হোসেনের ছেলে আবদুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫) এবং নওগাঁ পৌরসভার রজাকপুর এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৩৫) রয়েছেন। আফজাল নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য।
হামলার পর আহতদের প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় আবদুল মজিদ ও তাঁর ভাইয়েরা দোকান বন্ধ করছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা গুলি চালাতে শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ করে পালিয়ে যায়। পালানোর সময় হামলাকারীরা মোটরসাইকেল ও একটি আগ্নেয়াস্ত্র ফেলে যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, হামলার পেছনে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হতে পারে। পুলিশ সুপার কুতুব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় বিএনপি নেতা মাহবুব হাসান দাবি করেছেন, হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী এবং হামলা আওয়ামী লীগের এক ক্যাডারের নেতৃত্বে চালানো হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!