বড়লেখা মৌলভীবাজার থেকে আবু আহমেদ উবায়দা।।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সচেতনভাবে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে জেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ শামসুল ইসলাম, সহ- সভাপতি মাওলানা মকবুল হোসাইন খাঁন প্রমুখ।
বড়লেখা থেকে প্রতিনিধিত্ব করেন ওসি (তদন্ত) ফরিদ আহমদ, লতিফিয়া ইমাম সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় ইমাম সমিতি, বড়লেখার আহবায়ক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী ও সদস্য সচিব মাওলানা খালেদ আহমদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!