দক্ষিণ কোরিয়ায় বুধবার সকাল ৮টা ৪১ মিনিটের দিকে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পশ্চিম সাগর তীরবর্তী এক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন প্রতিরক্ষা অধিদফতরের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, ৮তম ফাইটার উইংয়ের একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের উপর জরুরি অবতরণের চেষ্টা করে।
কিন্তু সেটি ব্যর্থ হয় এবং বিধ্বস্ত হয়ে যায়। তবে দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন। তাকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা অধিদফতরের বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দক্ষিণ কোরিয়ায় এর আগেও বেশ কয়েকবার এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে গত বছরের মে মাসে সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!