রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে গতকাল রাত আড়াইটার দিকে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন রাত পৌনে ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
তিনি জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে বস্তিটি বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, আগুনে পুড়ে যাওয়া বস্তিটি তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে অবস্থিত।
মন্তব্য করার জন্য লগইন করুন!