কক্সবাজারের জেলা কারাগারে থাকা হাজতি নূর ইসলাম (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।
নূর ইসলামের বাড়ি বান্দরবান জেলার লামা থানার চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘেরে চাকরি করতেন। তাঁর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
নূর ইসলাম কক্সবাজারের চকরিয়া থানার একটি অস্ত্র আইনের মামলায় সাত মাস আগে গ্রেপ্তার হন। কক্সবাজার কারাগারে থাকাকালীন চার মাস আগে তাঁর স্ট্রোক হয়।
তাঁকে তখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতাল থেকে গত ২১ ডিসেম্বর চিকিৎসার জন্য নূর ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতাল থেকে ১২ জানুয়ারি অবস্থার অবনতি হওয়ায় কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নূর ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লগইন
DMC, Dhaka Medical College Hospital
মন্তব্য করার জন্য লগইন করুন!