ঢাকা, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মঙ্গলবার থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫৩৫ পিস ইয়াবা, ৬২.৫ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি ৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
লগইন
ঢাকায় মাদক বিরোধী অভিযানে ২২ জন গ্রেফতার
মন্তব্য করার জন্য লগইন করুন!