চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে 'কুরুচিপূর্ণ' মন্তব্যের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম এ মামলা দায়ের করেন।
২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশে নুরুল হক নুর: সরকার ও ছাত্রলীগকে "গুণ্ডালীগ" বলে আখ্যায়িত করেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে নির্দেশ দেয়। সিআইডি তদন্ত শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে। সোমবার (১৫ এপ্রিল) আদালত অভিযোগপত্র গ্রহণ করে নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!