টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি ইউনিয়নের লাউহাটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে লাউহাটি বাজারে অবস্থিত রফিক মিয়ার তেলের দোকানে আগুনের প্রথম সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রফিক মিয়ার তেলের দোকানে তেল সাপ্লাই দেওয়ার জন্য একটি গাড়ি আসে। তেল সাপ্লাই দেওয়ার মটরের হঠাৎ আগুন ধরে যায়।
সেখানে থেকে আগুন মুহূর্তের মধ্যে রফিক মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে। তারপর পার্শ্ববর্তী আরো ১২ টি দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর এবং টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের টিম এসে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!