ঢাকা, ২৪ জুন ২০২৪, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ সকালে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তিনি সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনী সদর দপ্তরে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
পরে, সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে। জেনারেল ওয়াকার-উজ-জামান সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে, সেনাবাহিনী প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ গঠনে এবং দেশের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। তিনি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাদের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করে যাবেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান গত রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ২২তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি একজন মুক্তিযুদ্ধের সময়কালীন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!