ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাল টাকা তৈরির জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ করার সরঞ্জামাদি সহ প্রতারক চক্রের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউপি'র অন্তর্গত বড়কোট কাটাবাড়ি গ্রামে শ্রী ললিন চন্দ্রের মাটির দেয়াল টিনের ছাপড়া বসত ঘরের ভিতরে চলছিল এই জাল নোট ছাপার কাজ। ওই সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আধারদিঘী বড় কোট গুচ্ছগ্রাম মৃত খকেন পালের ছেল শ্রী সুশেন পাল ওরফে হ্যান্ডেলু (৫৮), ভানোর দুর্গাপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মমতাজ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে।
ওই সময় তাদের নিকট পাওয়া নগদ ২৪ হাজার টাকা, কাঁচের প্লেট ৪টি, সাদা কাগজ কাটা খোলা ৫ বান্ডিল, কাটা কাগজের জাদুর বাক্স ২টি, টাকা কালার করার মেডিসিনের বোতল ১টি উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, এ চক্রটিকে ধরতে বেশ কিছুদিন যাবত আমরা সোর্স লাগিয়ে রেখেছিলাম। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!