বিশ্বকে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে ‘তিন শূন্য’ মডেলের ধারণা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে বুধবার (১৩ নভেম্বর) দেওয়া ভাষণে ড. ইউনূস সভ্যতা টিকিয়ে রাখতে নতুন ধরনের জীবনধারা এবং সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
ড. ইউনূস জানান, ‘থ্রি জিরো’ বা ‘তিন শূন্য’ মডেলের মাধ্যমে পৃথিবীর বেঁচে থাকার লড়াইয়ে জিততে হবে। তিনি বলেন, এই মডেলে তিনটি মূল লক্ষ্য থাকবে: শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব। তিনি তরুণদের উৎসাহিত করেন নিজেদের ‘থ্রি জিরো’ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে, যেখানে তারা কার্বন মুক্ত জীবনযাপন করবে, সম্পদ কেন্দ্রীকরণ এড়িয়ে চলবে এবং শুধুমাত্র সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
তিনি আরও বলেন, “আমরা নিজেরাই আমাদের গ্রহের ধ্বংসের জন্য দায়ী। আমাদের জীবনের চালিকাশক্তি হয়েছে এমন এক অর্থনৈতিক কাঠামো, যা প্রকৃতির বিপক্ষে কাজ করছে এবং আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সভ্যতা আজ চরম ঝুঁকির মুখে, কেননা আমরা আত্মবিধ্বংসী মূল্যবোধে বিশ্বাস করে চলেছি।”
ড. ইউনূস পৃথিবীর সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্য ভিন্ন জীবনধারা ও সংস্কৃতি গড়ে তোলার কথা বলেন, যেখানে জিরো ওয়েস্ট বা শূন্য উচ্ছিষ্ট এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত হবে।
পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তারাই নতুন জীবনধারা গ্রহণের মাধ্যমে পৃথিবীকে ভালোবাসবে এবং রক্ষা করবে।”
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জলবায়ু সম্মেলনে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান।
মন্তব্য করার জন্য লগইন করুন!