সুফি খাইরুল ইসলাম খোকনের তথ্যে এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর শহরের কিছু বিপদগামী যুবকরা তেলের লরির ড্রাইভারকে মারধোর করে গাড়ি ভাংচুর করলে তাৎক্ষণিক ছুটে আসেন জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন।
১২ অক্টোবর রাত ৯ টা ঘটিকার সময় শহরের (সাবেক ছায়াবানী হল) হান্নান কমপ্লেক্সের সামনে একটি তেলের লরি কয়েকজন যুবক ভাংচুর করতেছে। তাদের হৈ চৈ শব্দ শুনে সুফি খায়রুল ইসলাম খোকন লাঠি হাতে নিয়ে সামনে গিয়ে দেখেন কয়েকজন যুবক ড্রাইভারকে জোর করে নামিয়ে মারধর করতেছে।
যুবকদের ভাষ্য মাতৃপীঠ স্কুলের মোড় দিয়ে লরিটি আসার সময় ঐ যুবকদের চাঁপা দিতে ছিলো,, তারা দৌঁড়ে এসে রেলক্রসিংয়ের উপর আসা মাত্র এক যুবক ঘুষি মেরে হেড লাইট ভাঙ্গার সময় তার হাত মারাত্মত ভাবে যখম হয়। তাকে তার সহযোগিরা সদর হাসপাতালে নিয়ে যায়। আর বাকি সদস্যরা গাড়ী ভাংচুর ও ড্রাইভারকে মেরে রক্তাত্ব করে।। মোড়ে গিয়ে জানা যায় দোষ ঐ যুবকদের।।
লরিতে তখন প্যাট্রোল ভর্তি করা। বড় কোন দূর্ঘটনা ঘটার আগে খায়রুল ইসলাম খোকন মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসিন 'কে ফোন দিয়ে ঘটনা অবহিত করেন। অফিসার ইনচার্জ ঢাকায় থাকায় ওখান থেকে ফোন দিয়ে পুলিশ ঘটনা স্হলে পাঠায়। থানাতে ফোন করার সময়ই যুবকরা কেঁটে পড়ে। এভাবে গাড়ি ও ড্রাইভার রক্ষা পায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!