মোঃ রাব্বি ঢালী।।
শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে শনিবার (১৫ মার্চ) চাঁদপুরের ৮ উপজেলায় ৩ লাখ ৫৭ হাজার ৭ শ ৭৯জন শিশুকে খাওয়ানো হল ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান সকালে অত্র হাসপাতালের টিকা কেন্দ্রের সম্মুখে এর শুভ উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মাসুদ রানা, দৈনিক প্রভাতী কাগজের সহ-সম্পাদক এইচ এম আরিফ হোসেন প্রমূখ।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে অনুযায়ী জানাযায় ১৫ মার্চ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৪৩১ শিশুকে খাওয়ানো হয়েছে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৩ শ ৪৮ শিশুকে খাওয়ানো হয়েছে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
মন্তব্য করার জন্য লগইন করুন!