মোঃ মাসুম পারভেজ।। ২৯ শে মার্চ ২০২৫ রোজ শনিবার চাঁদপুর প্রেসক্লাবে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। মোঃ সাগর হোসেনের উপস্থাপনা করেন।
ইফতার মাহফিলে
প্রধান অতিথি নাসিরুদ্দিন পাটওয়ারী, যুগ্ন আহবায়ক জাতীয় নাগরিক পার্টি। (অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নি)
খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ জানান, গত ১৬ বছর যেভাবে নির্যাতন করেছে, ৫ই মে শাপলা চত্তরে গুম,খুন,নির্যাতন করেছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জন্য ড. ইউনুস সরকার কে দল মত নির্বিশেষে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
শহীদ আরিফ বেপারীর মা তার মূল্যবান বক্তব্যে বলেন, উপস্থিত নেতাকর্মী দের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে দেশের মানুষের কাছে সন্তান হত্যার বিচার চান তিনি। ছাত্র প্রতিনিধি ও উপস্থিত সকলের প্রতি আহবান জানান, যতক্ষণ পর্যন্ত আহত এবং নিহত জুলাই অভ্যুত্থানের সকল কিছুর বিচার নিশ্চিত করা না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়ি ফিরে যাবে না।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ন সদস্য সচিব মোঃ মিরাজ মিয়া তার বক্তব্যের প্রথমে তিনি আহত ও নিহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া করেন। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে আন্দোলনের পর অনেকে ছাত্রজনতার সাথে বিক্রিয়া করেছে।
২৪ এর আন্দোলন তার চাইতে ভিন্ন। এখানে সংস্কার আবশ্যক। নির্বাচন ও সংস্কার পরস্পরের বিপরীত নয়। কিন্তু যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন নয়। তিনি চাঁদপুর বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান তামীম জানান, কোন একটি মহল উন্নয়নের নামে নির্বাচনের জন্য হাক ডাক দিচ্ছে। তাদেরকে বলে রাখি, যুক্তিযুক্ত সংস্কারের আগে দেশে কোন নির্বাচন দেয়া হবে না। ক্ষমতা তাদের কাছেই যাবে, যাদেরকে জনগণ ভোট দিবে এবং জনগণ ভোটের মাধ্যমে যাকে চাইবে তারাই সরকার গঠন করবে।
কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়ক মাহবুব আলম জানান, ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশে রূপান্তরিত হবে। ১৭ বছরের ফ্যাসিবাদের ফলে বাংলাদেশ ভারতের অঘোষিত রাজ্যে পরিনত হয়ছিল, যা ২৪ এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, স্বাদ নিয়েছে নতুন স্বাধীনতার। এটা সকলকে ধরে রাখতে হবে।
জাতীয় নাগরিক পার্টির খিলগাঁও থানার দায়িত্বে থাকা হাফেজ মাওলানা নাজির হোসেন তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিবাদী শক্তি জুলাই আন্দোলন আমাদের মধ্য থেকে চুরি করে নিয়ে যাবে। নতুন ভোরের আলোতে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মনাজাতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!