চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ ছোটন দে নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে জামাল খান ওয়ার্ডের নাসিমন ভবন ইয়াসমিন প্যালেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।ছোটন দে রাঙ্গুনিয়া উপজেলার রোয়ারহাট এলাকার সন্তোষ বাবুর বাড়ি বাবুল কান্দি দে’র ছেলে।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াসমিন প্যালেস বিল্ডিংয়ের সামনের ফুটপাত থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার দেহ তল্লাশী করে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।পুলিশ আশা করছে, এই ঘটনার মাধ্যমে আরও বড় মাদক চক্রের সন্ধান পাওয়া যেতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!