এইচ এম আরিফ।।
----------------
প্রতি বুধবারের ন্যায় আজও চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট "মোঃ কামরুল হাসান" নিজ কার্যালয়ে গণশুনানির আয়োজন করেন। এসময় আগত হতাশাগ্রস্হ ও নির্যাতিত গণমানুষের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে করে নানানভাবে হতাশাগ্রস্ত মানুষ মামলা মোকাদ্দমা ছাড়াই তাদের কাঙ্ক্ষিত মীমাংসা পেয়ে যান। এছাড়াও সঠিক দিক নির্দেশনায় সহজেই অনেকের মধ্যকার মামলার মত কঠিন সমস্যা থেকেও রেহাই পেয়ে যান আর মামলা থাকলেও নিষ্পত্তিও হয়ে যায়। জনস্বার্থে এটি একটি মাইল ফলক বলে সচেতন মহান মনে করেন।
জনসাধারণের জন্য এটি একটি স্বস্তির সংবাদ । এতে করে জন সাধারণ অনেক উপকৃত হন এবং তাদের মনে স্বস্তির নিশ্বাস দেখা গেছে। জেলা প্রশাসক কামরুল হাসানের কক্ষ থেকে বের হয়ে আসা কয়েকজন থেকে জানতে চাইলে তারা বিডিকারেন্টনিউজ২৪ কে জানান গণশুনানিতে তারা অনেক খুশি ও অনেক সন্তুষ্টি প্রকাশ করেন।_
মন্তব্য করার জন্য লগইন করুন!