রাজধানীর মোহাম্মদপুর থেকে গণভবন থেকে লুট করা আট লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকায় এই টাকাগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর ছাত্র-জনতা গণভবনে ঢুকে পড়ে। এ সময় সুযোগ পেয়ে তারা হাতের কাছে যা পেয়েছে, তাই নিয়ে চলে যায়। সেই সময় মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে যায়। পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে, দলের একজন সেনাবাহিনীকে মোবাইল ফোনে এ ঘটনার খবর দেন। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে।
মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদি জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকাগুলো গুনে বুঝে নেই।”
সেনাবাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি সিন্দুকটি নিয়ে যায়। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান, আর বাকি টাকা একজনের কাছে রেখে যান। এই টাকা ভাগাভাগি নিয়ে দলটির মধ্যে দ্বন্দ্ব শুরু হলে, একজন সেনাবাহিনীকে টাকার খবর দেয়। সেনাবাহিনী উদ্ধারকৃত টাকার পরিমাণ ৮ লাখ বলে নিশ্চিত করেছে, তবে সিন্দুকে মোট ১৬ লাখ টাকা ছিল বলে ওই ব্যক্তি দাবি করেন। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!