উপকূলীয় জেলা বরগুনায় অব্যহত রয়েছে শীতের তীব্রতা।
আজ বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি দেখা যাচ্ছে ঘণ কুয়াশা। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। শনিবার প্রচন্ড কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায় ১ টার দিকে। শীতের প্রকোপে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগের মাত্রা, বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্ক মানুষজন। এদিকে ঘন কুয়াশার কারনে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন ঢাকা - বরগুনা নৌপথে চলাচলকারী লঞ্চ যাত্রীরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!