উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন কাজ করছে। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ মেডিকেল টিমও মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিমানবাহিনী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!