ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এ সময় কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতে পারবে না।
চাঁদপুরসহ দেশের বিভিন্ন নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। জেলা প্রশাসনের নেতৃত্বে নদীপাড়ের জেলে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই ২২ দিনের নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
নিষেধাজ্ঞা চলাকালে দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার পাবে ২৫ কেজি করে চাল, যা ইতোমধ্যে বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে।
লগইন
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, জেলেদের সরকারি সহায়তা । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!