BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হক।। প্রীতি ফুটবল চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর রোজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবলকে জনপ্রিয় করতে আজকের এ আয়োজন। আমিনুল এর আগেও চাঁদপুর স্টেডিয়ামে অনেক ম্যাচে খেলেছেন। চাঁদপুরের অনেক ফুটবলারের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। চাঁদপুরের ফুটবলারদেরকে নিয়ে একসাথে ঢাকার বিভিন্ন মাঠে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। আশা করি চাঁদপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্যে এবং স্টেডিয়ামের উন্নয়নে সহযোগিতায় এগিয়ে আসবেন আমিনুল হক। চাঁদপুরে এ ধরনের আয়োজন করায় জেলা বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি শুভেচ্ছা রইলো।।