হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, নারীদের প্রতিটি ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সালনায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রুয়েল আরও বলেন স্কুল, কলেজ, মাদ্রাসা, কর্মক্ষেত্রে নারীরা আজ অবহেলিত নয়, তারা সমান তালে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকায় কোনোরকম নারী নির্যাতন বরদাস্ত করা হবে না। যারাই নির্যাতনের কবলে পড়বেন আমাকে ফোন করে যানাবেন আমি ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলাম, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান মাসুদ কোরেশী মক্কী, এরশাদ আলী, যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য আপা পান্না আক্তার আখি। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করে ব্রাক বানিয়াচং। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সহসভাপতি আশিকুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহসভাপতি মিজানুর রহমান মিজান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, প্রচার সম্পাদক আবু হানিফ বিন সাঈদ, তথ্য আপা নাঈমা সুলতানা খান নিশি প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!