১২ মে রবিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তৈরি করেছে একটি আন্তর্জাতিক মা দিবসের ডুডল।
ডুডলে একজন মায়ের স্নেহপূর্ণ মুখচ্ছবি দেখা যায় যিনি তার সন্তানের সাথে সময় কাটাচ্ছেন।মা ও সন্তান একটি সোফায় বসে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোবাসার ছবি ফুটে উঠেছে।পেছনের দৃশ্যে 'গুগল' লেখা, একটি কুকুর এবং কিছু গাছপালা দেখা যায়।এই সুন্দর চিত্রটি একজন মায়ের ত্যাগ, ভালোবাসা ও স্নেহের প্রতিফলন ঘটায়।
প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস পালিত হয়।এই দিবসটি বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পালন করা হয়।১৯০৮ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পালিত হয়েছিল এই দিবস।আমেরিকান নাগরিক আনা জার্ভিস তার মায়ের স্মরণে এই দিবসের সূচনা করেন।
রবিবার (১২ মে) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস।সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেও বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বাজেটও বরাদ্দ করা হয়েছে।
আন্তর্জাতিক মা দিবস শুধু একটি দিবস পালন নয়, বরং মায়ের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করার একটি মাধ্যম। গুগলের এই ডুডলটি আমাদের মনে করিয়ে দেয় একজন মায়ের ত্যাগ, ভালোবাসা ও স্নেহের মহত্ব।
মন্তব্য করার জন্য লগইন করুন!