সাধারণ বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫৮১ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুলার রোডে অবস্থিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের প্রবেশপত্রই লিখিত পরীক্ষায় ব্যবহারযোগ্য হবে। নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে নির্দিষ্ট লিংকটি ব্যবহারের জন্য বলা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!