ক্রমানুসারে উত্তর লিখতে হবে: ৪৭তম বিসিএস থেকে প্রশ্নের উত্তর ক্রমানুসারে লিখতে হবে। উত্তরপত্রে নির্দিষ্ট জায়গায় উত্তর লিখার জন্য জায়গা দেওয়া থাকবে।
একজন পরীক্ষক একই প্রশ্নের উত্তর দেখবেন: খাতা দেখার জন্য প্রতিটি টিমে ১৩ জন সদস্য থাকবেন। ১০ জন পরীক্ষক একই প্রশ্নের উত্তর দেখবেন। এতে করে একই মানদণ্ডে খাতা দেখা হবে।
দ্রুত খাতা দেখা সম্ভব হবে: পিএসসি বিশ্বাস করে যে এই নিয়মগুলো দ্রুত খাতা দেখা সম্ভব হবে।
পাইলটিং সফল: ৪৫তম বিসিএসের গণিত বিষয়ের খাতা ৯ দিনে দেখা হয়েছে।
বিশৃঙ্খলা দূর করা: আগে পরীক্ষার্থীরা ইচ্ছামত প্রশ্নের উত্তর লিখতেন। এতে খাতা দেখায় সময় লাগত। নতুন নিয়মে এই বিশৃঙ্খলা দূর হবে।
নম্বরে সামঞ্জস্য: আগে একাধিক পরীক্ষক একই খাতা দেখতেন। এতে নম্বরে পার্থক্য হত। নতুন নিয়মে একজন পরীক্ষক একই প্রশ্নের উত্তর দেখায় নম্বরে সামঞ্জস্য থাকবে।
দ্রুত ফলাফল প্রকাশ: পিএসসি আশা করে যে নতুন নিয়মে দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
তিনটি বিসিএস চলমান: বর্তমানে পিএসসিতে তিনটি বিসিএসের কার্যক্রম চলমান।
৪৩তম বিসিএস: এই বিসিএস শেষ করতে দুই বছর ১১ মাস সময় লেগেছে।
৪৪তম বিসিএস: লিখিত পরীক্ষা শেষ, মৌখিক পরীক্ষা চলছে।
৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার খাতা দেখা চলছে।
৪৬তম বিসিএস: প্রিলিমিনারির ফল প্রকাশ, লিখিত পরীক্ষা শুরুর প্রস্তুতি চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!