হিম্মতনগর, গুজরাট নির্মাণ ব্যবসায়ী ভবেশ ভাণ্ডারী, যার মোট সম্পদের মূল্য প্রায় ২০০ কোটি রুপি, স্ত্রীর সাথে সকল সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন।
গত রবিবার একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করে ভবেশ ও তার স্ত্রী তাদের বিলাসবহুল জীবনের সমাপ্তি টেনেছেন। প্রায় চার কিলোমিটার পথ রথে করে যাত্রা করে রাজকীয় পোশাকে সাজানো এই দম্পতি তাদের সমস্ত সম্পদ দান করে দেন।
ভারতীয় গণমাধ্যম পিটিআই জানাচ্ছে, ২০২২ সালে সন্ন্যাস গ্রহণ করা দম্পতির দুই সন্তানই তাদের এই সিদ্ধান্তে অনুপ্রেরণা জুগিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে সমস্ত সম্পত্তি দানের ঘোষণা দিয়ে তারা ধীরে ধীরে ত্যাগের পথে এগিয়ে যান।
আগামী ২২ এপ্রিল সন্ন্যাসের শপথ গ্রহণের মাধ্যমে ভবেশ ও তার স্ত্রীর নতুন জীবন শুরু হবে। সন্ন্যাসী হিসেবে তাদের সংসারের সকল বন্ধন ছিন্ন করতে হবে এবং কোন সম্পত্তি রাখার অনুমতি থাকবে না।
তাদের কাছে থাকবে শুধুমাত্র দুটি সাদা পোশাক, ভিক্ষার পাত্র এবং 'রাজহরন' নামক সাদা ঝাঁটা। জৈন সন্ন্যাসীরা যেখানে বসবাস করেন সেখান থেকে পোকামাকড় সরিয়ে ফেলার জন্য এই ঝাঁটা ব্যবহার করা হয়। সন্ন্যাস গ্রহণের পর খালি পায়ে ভারতজুড়ে ভিক্ষা করেই জীবনযাপন করবেন এই দম্পতি।
গত বছর গুজরাটের এক কোটিপতি হীরা ব্যবসায়ী ও তার স্ত্রী এবং ২০১৭ সালে মধ্যপ্রদেশের বিত্তশালী ব্যবসায়ী দম্পতিও একই পথ বেছে নিয়েছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!