ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপ চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার— ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে পাওয়া ছবি ও ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে ডাউনলোড হবে না। ফলে অনেকের জন্য বিব্রতকর পরিস্থিতির সম্ভাবনাও কমে যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট WABetaInfo জানায়, ব্যক্তিগত ও গ্রুপ— উভয় ধরনের চ্যাটে নতুন এই প্রাইভেসি ফিচারটি ব্যবহার করা যাবে। তবে, কেউ চাইলে ম্যানুয়ালি মিডিয়া ফাইল সংরক্ষণ করতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট করেনি মেটা।
এ ছাড়াও, এই ফিচার চালু থাকলে ‘মেটা এআই’ স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে মেসেজের উত্তর বা ছবির সাজেশন দেওয়ার মতো সুবিধাগুলো এই প্রাইভেসি মোডে বন্ধ থাকবে। তবে, বার্তা ফরওয়ার্ড কিংবা স্ক্রিনশট নেওয়ার অপশন আগের মতোই থাকছে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে এর আগেও ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার চালু করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা ও ফাইল মুছে যায়। নতুন এই ফিচার আরও এক ধাপ এগিয়ে এনে দিচ্ছে ব্যবহারকারীদের জন্য প্রাইভেসির নিশ্চয়তা।
মন্তব্য করার জন্য লগইন করুন!