টানা প্রবল বর্ষণে স্পেনের ভ্যালেন্সিয়া ও আশপাশের এলাকায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৫ জন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মঙ্গলবারের আকস্মিক বৃষ্টিপাতে ভেসে গেছে সেতু, রাস্তা, এমনকি বহু ঘরবাড়ি। বন্যার তোড় থেকে বাঁচতে অনেককে ছাদে আশ্রয় নিতে এবং গাছ আঁকড়ে ধরতে দেখা গেছে।
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভ্যালেন্সিয়ার কাছের শহর চিভাতে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। প্রবল স্রোতের কারণে রাস্তা নদীতে পরিণত হয়ে গাড়ি ভেসে গেছে। স্থানীয় সরকারের আশঙ্কা, এখনো নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং জাতীয় পার্লামেন্টে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্পেনের সেনাবাহিনীর ১,০০০ এর বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে, তবে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, বৃষ্টি উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলের দিকে এগোচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!