টানা ২৪ বছর ক্ষমতায় থাকার পর ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে প্রবেশ করার সময়ই তিনি দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে শেষ হলো সিরিয়ায় ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অধ্যায়।
দামেস্কের আগে বিদ্রোহীরা আলেপ্পো ও হোমসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আসাদের স্বৈরশাসনের পতনে সিরিয়ার রাজপথে বইছে আনন্দধারা। হাজারো মানুষ রাজপথে নেমে উল্লাসে মেতেছেন। রাজধানীর ঐতিহাসিক উমায়াদ স্কয়ারে মানুষের ঢল, বিদ্রোহী যোদ্ধারা সেনাবাহিনীর ট্যাংকে উঠে উল্লাস করছেন।
হোমস শহরে কেন্দ্রীয় ক্লর্ক টাওয়ারের সামনে বিদ্রোহীরা অস্ত্র উঁচিয়ে আনন্দ প্রকাশ করেছেন। মধ্যরাতে শহরবাসী আতশবাজি ফাটিয়ে বিজয়ের উদযাপন করেছেন। বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সাধারণ মানুষও এই উৎসবে সামিল হয়েছেন।
রাজধানীর সড়কে জ্বলছে আগুন, বিদ্রোহীরা মেশিনগান উঁচিয়ে স্বাধীনতার জয়ধ্বনি করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সিরিয়ার সাধারণ জনগণ। বিদ্রোহীদের দখলে থাকা হোমস শহরে টেলিকমিউনিকেশন ভবনের সামনে তাদের আনন্দের চিত্র ফুটে উঠেছে।
বাশার আল-আসাদের শাসনামলকে বিদায় জানিয়ে সিরিয়ার মানুষ এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে চায়। রাজপথে তাদের উল্লাস যেন স্বৈরশাসনের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!