ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোতে ভয়াবহ এক দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো দেশ। সোমবার গভীর রাতে ‘জেট সেট’ নামের একটি জনপ্রিয় নৈশক্লাবে ছাদ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৯ জনের, আহত হয়েছেন অন্তত ১৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্তাভিও দোতেল। উদ্ধারকর্মীরা তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেও, হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ছাদ ধসের সময় ক্লাবটিতে চলছিল দেশজুড়ে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট। ধারণা করা হচ্ছে, তিনিও ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। কনসার্ট চলাকালীন ক্লাবটিতে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এখনো ৪০০-এর বেশি উদ্ধারকর্মী জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে কিছু খসে পড়ার পর মুহূর্তেই হট্টগোল শুরু হয়। আরেকটি ভিডিওতে রুবি পেরেজ গান গাওয়ার সময় দর্শকদের নাচতে ও সেলিব্রেট করতে দেখা যায়—এর কিছুক্ষণ পরই ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি।
দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের শোক প্রকাশ করে জানান, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ ছিলেন, যিনি সাবেক বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।
রুবি পেরেজের ব্যান্ডের এক সদস্য বলেন, “ঘটনার সময় মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।” তাঁর মেয়ে নিশ্চিত করেছেন যে পেরেজ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।
ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ জানিয়েছেন, ধ্বংসস্তূপে এখনও অনেকে জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট আবিনাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!