বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তরের সময় মুশফিকুল ফজল আনসারী জানান, "আজ এই ব্রিফিং রুমে আমার শেষ দিন। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাকে রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব দিয়েছে, এবং আমি তা গ্রহণ করেছি।" তিনি বলেন, “কাগজপত্র ঠিক হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে কোথাও পদায়ন করবে।”
ম্যাথিউ মিলার মুশফিকুলকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনার এই নতুন দায়িত্বের জন্য শুভকামনা রইল।” উল্লেখ্য, সিনিয়র সচিব পদমর্যাদায় মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়।
মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং আওয়ামী লীগের সরকার পরিচালনার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন এবং দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন।
গত ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসার পর দেশের সাংবাদিকরা তাকে জাতীয় প্রেসক্লাবে সংবর্ধনা দেন। মুশফিকুল ফজল আনসারীর নতুন দায়িত্বের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!