যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরতলির সান্তা মনিকা পার্বত্য এলাকায় মঙ্গলবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে, যা দ্রুত বিস্তার লাভ করে। দাবানলের ফলে বেশ কিছু ভবন পুড়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন।
বিবিসি ও এএফপি সূত্রে জানা যায়, মঙ্গলবার দাবানলটি ১,২৬০ একর জায়গায় ছড়িয়ে পড়েছিল। এতে দামি বাড়ি এবং বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াতে শুরু করলে প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে তাদের গাড়ি ফেলে রেখে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাড়ি সরাতে বুলডোজার ব্যবহার করেছেন। এতে বেশ কিছু দামি মডেলের গাড়ি, যেমন বিএমডব্লিউ, টেসলা ও মার্সিডিজ ভেঙে গেছে। তবে, দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, এখনও দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং স্থানীয় কর্তৃপক্ষ দাবানল মোকাবিলায় শত শত কর্মী নিয়োগ করেছে। দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনকে দাবানল সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কেন্দ্রীয় সাহায্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
দাবানলটির উৎপত্তি হয় সান্তা আনা বাতাসের কারণে, যা খুবই ঝোড়ো হয়ে উঠেছিল এবং আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে আগামী কয়েকদিনে এই বাতাস আরও ভয়াবহ হতে পারে।
লস অ্যাঞ্জেলেসের স্থানীয়রা জানিয়েছেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরা ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। এক বাসিন্দা জানান, 'আমরা বাড়ির জিনিসপত্র গোছাতে শুরু করলাম, চারপাশে আগুন জ্বলছিল, সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল।'
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির কিছু অংশে ১০০ মাইল প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ অঞ্চলে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!