১৫০ বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য আসান্তে রাজ্য (বর্তমানে ঘানা)-এর কাছ থেকে চুরি করা স্বর্ণের ৩২টিরও বেশি অলংকার ও রুপার প্রত্নবস্তু ফেরত দিয়েছে। ঘানা ছয় বছরের ঋণের বিনিময়ে এই প্রত্নবস্তুগুলো ফিরে পেয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
১৯ শতকের দিকে আসান্তে ও ব্রিটিশদের মধ্যে সংঘর্ষের সময় ব্রিটিশরা আসান্তে রাজদরবার থেকে এই অলংকারগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। এই প্রত্নবস্তুগুলোর মধ্যে ১৫টি ব্রিটিশ মিউজিয়াম এবং বাকিগুলো ভিক্টোরিয়া এন্ড আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত ছিল।
ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে এই অলংকার লুণ্ঠনের অভিযোগ করে আসছিল। শুক্রবার এই স্বর্ণালংকারগুলো ঘানার বর্তমান রাজার কাছে হস্তান্তর করা হয়। রাজার প্রধান মধ্যস্থতাকারী আইভর আগিয়েমান-ডুয়াহ বিবিসিকে বলেছেন, "আমরা নিরাপদে এই অলংকারগুলো গ্রহণ করেছি।"
এই স্বর্ণালংকার আগামী মাসে আসান্তে রাজ্যের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে রাখা হবে। এটি আসান্তে রাজা দ্বিতীয় ওতুমফুও ওসেই টুটুর রজত জয়ন্তী উপলক্ষে করা হবে।
এই ঘটনাটি ঘানার জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিজয়। এটি ঔপনিবেশিক যুগের লুণ্ঠনের একটি দীর্ঘস্থায়ী অবিচার মোকাবেলা করে এবং আফ্রিকান দেশগুলো তাদের ঐতিহাসিক নিদর্শন উদ্ধার ও পুনরুদ্ধারের ক্রমবর্ধমান প্রচেষ্টার প্রতীক।
লগইন
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!