মুম্বাই, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে অবিরাম বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে তীব্র বন্যার পরিস্থিতি। বন্যার তীব্রতা এতটাই বেশি যে, শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সোমবার সকাল ৭টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় মুম্বাইয়ের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
শহরের অনেক নিচু এলাকা ও রাস্তা প্লাবিত হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃষ্টির তীব্রতায় রেল ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।শর্ট সার্কিটের কারণে আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জমে থাকা পানি সরানোর জন্য জরুরি পদক্ষেপ নিয়েছেন।
বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন ও রেল কর্তৃপক্ষ যথাক্রমে ৪৬১টি ও ২০০টি মোটর পাম্প চালিয়ে পানি নিষ্কাশনের কাজ করছে।
মধ্য ও হারবার লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।শহরের বিভিন্ন জায়গায় সাতটি পাম্পিং স্টেশন নির্মাণ করা হচ্ছে।
উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।মুম্বাই, থানে, নভি মুম্বাই, পানভেল, পুনে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকার স্কুল ও জুনিয়র কলেজগুলোও বন্ধ থাকবে।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার মুম্বাই, রত্নাগিরি, রায়গড়, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলার জন্য রেড অ্যালার্ট এবং থানে ও পালঘরের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।আবহাওয়া বিভাগ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
এই আপডেটটি ৯ই জুলাই, ২০২৪ সালের বেলা ১২টা ০২ মিনিট অনুযায়ী। সর্বশেষ তথ্যের জন্য আপডেট নিউজ অনুসরণ করুন।
মন্তব্য করার জন্য লগইন করুন!