সোমবার, মঙ্গলবার এবং বুধবার ভোরে ও বিকেলে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে।
স্থানীয়রা জানান, আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাতের কারণে এই শব্দ শোনা যাচ্ছে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আলম বলেন, "দুই-তিন কিলোমিটার ভেতরে মংডু শহরের বলিবাজারে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। সেখানে চলা সংঘাতের বিকট শব্দ শাহপরীর দ্বীপের এপারে ভেসে আসে। এতে দ্বীপের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।"
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, "মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চললেও দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু মাঝে মাঝে বিকট শব্দ আসছিল সেন্টমার্টিন দ্বীপেও।"
এই ঘটনায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!