কুয়ালালামপুর: বাংলার ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব বৈশাখী এবার মালয়েশিয়ায়ও উদযাপিত হবে 'বৈশাখী উল্লাস' নামে। আগামী ১১ মে কুয়ালালামপুরের বুকিত বিনতাং ক্রাফট কালচারাল কমপ্লেক্সে বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার আয়োজনে অনুষ্ঠিত হবে এই দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই উৎসবের মূল লক্ষ্য হল বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে এর ধারাবাহিকতা বজায় রাখা।
'বৈশাখী উল্লাস'-এ অংশগ্রহণ করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা যেমন শফি মণ্ডল, সুলতানা ইয়াসমিন লায়লা, ফজলুর রহমান বাবু, মেরী এবং অভিনেতা সাইদুর রহমান পাভেল।
দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া, আবৃত্তি, গান, নারীদের মেহেদী উৎসব, বালিশ খেলা, নৃত্য পরিবেশন, এবং আরও অনেক কিছু। উপস্থিতরা উপভোগ করতে পারবেন সুস্বাদু ঐতিহ্যবাহী পান্তা ইলিশ-ভর্তা এবং বিভিন্ন ধরণের দেশীয় খাবার। এছাড়াও থাকবে বিভিন্ন এয়ারলাইন্স ও রেমিট্যান্স হাউজের স্টল।
এবারের বৈশাখী মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সাথে মিলে যাওয়ায় মালয়েশিয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে।
'বৈশাখী উল্লাস'-এর আয়োজকরা সকলকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থাকলে যে কেউই এই উৎসবে অংশ নিতে পারবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!