মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। এমন সময় আবারও যৌন কেলেঙ্কারির অভিযোগে জড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অভিযোগ এনেছেন প্রাক্তন মিস সুইজারল্যান্ড প্রতিযোগী ব্রিটিশ কিউল। এর আগে সাবেক মডেল স্টেসি উইলিয়ামসও একই ধরনের অভিযোগ তুলেছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কিউলের অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কে ট্রাম্পের হোটেল স্যুইটে দেখা করতে গেলে, ট্রাম্প তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। কিউল জানান, স্যুইটে প্রবেশ করার পর ট্রাম্প তাকে জাপটে ধরে ঠোঁট ও ঘাড়ে চুমু খান এবং পোশাক খোলার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন।
কিউল বলেন, "যদি নিজেকে সামলাতে না পারতাম, আমি হয়তো আর কখনও দেশে ফিরতে পারতাম না।"
কিউলের অভিযোগের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট একে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। এদিকে, মার্কিন কূটনীতিকরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ ট্রাম্পের প্রচারণায় প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!