ভারতের নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশেই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে ছত্তীশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এ সময় ফ্লাইটটিতে ক্রুসহ মোট ১৯৩ জন আরোহী ছিলেন।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানান, বিমানটিতে বোমা আতঙ্ক দেখা দেওয়ায় সেটিকে অবিলম্বে রায়পুর বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। সকাল ৯টার দিকে বিমানটি নিরাপদভাবে অবতরণ করে এবং পরবর্তীতে বিমানটিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে তল্লাশি করা হয়। বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটিতে বিস্ফোরক খুঁজে দেখার কাজ শুরু করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কিরণ রাঠৌর জানান, বিমানে বিস্ফোরক থাকার সম্ভাবনা যাচাই করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!