ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক আবারও প্রমাণিত হলো কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে। মঙ্গলবার (২২ অক্টোবর) ব্রিকস সামিটে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী যখন কাজানে পৌঁছান, তখন পুরনো দুই বন্ধু উষ্ণ আলিঙ্গনে মিলিত হন। সামিটের ফাঁকে দুজনের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে পুতিনের কথায় হাসিতে ফেটে পড়েন মোদি।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ভারত ও রাশিয়ার বন্ধুত্বের প্রশংসা করেন এবং কাজানে কনস্যুলেট জেনারেল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানান। এছাড়া, পুতিন বলেন, “আমাদের সম্পর্ক এতটাই গভীর যে আমরা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে পারি। বহুমুখী সহযোগিতা আরও শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি এসময় রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। সমস্যা সমাধানে মানবতাকে সবার আগে রাখি এবং ভবিষ্যতে যেকোনোভাবে সাহায্য করতে প্রস্তুত আছি।
গত জুলাইয়ে মোদি কাজান ও ইয়েকাটেরিনবার্গে দুটি কূটনীতিক মিশন খোলার ঘোষণা দিয়েছিলেন, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে। এবারের ব্রিকস সম্মেলনে দুই নেতার বৈঠক সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করারই একটি ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!