মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলোতে গতকাল শনিবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)।
তারা জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেলি এভিনিউয়ের কর্নারে) একটি বাড়ির সংস্কার কাজ করছিলেন।
একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাফেলোতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিতে ভীতির সঞ্চার হয়েছে।
কমিউনিটি নেতারা রবিবার দুপুরে ৯৯৫ ফিলমোর এভিনিউতে জড়ো হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবি জানাবেন।
স্থানীয়রা বলছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা এবং বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী কমিউনিটি হিসেবে পরিচিত।
বাফেলো পুলিশ প্রশাসন পুরো এলাকা ঘেরাও করে রেখেছে।কমিউনিটি নেতারা নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।
'স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন'র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!