বোর্নো, নাইজেরিয়া: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে একের পর এক বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা গোওজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, জানাজা ও হাসপাতালে আক্রমণ করে।
নিহতদের মধ্যে শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী নারী রয়েছে। কিছু গণমাধ্যমের খবরে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।
হামলার পরপরই নাইজেরিয়ার সামরিক বাহিনী গোওজা শহরে কারফিউ জারি করে। কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বোকো হারাম জঙ্গি গোষ্ঠী ২০১৪ সালে গোওজা শহর দখল করে নিয়েছিল। ২০১৫ সালে নাইজেরিয়ান সেনাবাহিনী তাদের হটিয়ে দেয়। তবে জঙ্গিরা শহরের আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে।
গত নভেম্বরে বোকো হারাম জঙ্গিরা ইয়োবে রাজ্যের গোওজার ২০ জন বাসিন্দাকে হত্যা করে। এর আগে, 'ফসল কর' দিতে অস্বীকার করার অভিযোগে আরও ১৭ জনকে হত্যা করা হয়েছিল।
বোর্নো রাজ্য দীর্ঘ ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রবিন্দু। এসময়ে তাদের হামলায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত ও ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!