যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত, এমনই বিশ্লেষণ দিয়েছে ফক্স নিউজ। তাদের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জানানো হয়, ট্রাম্প ইতোমধ্যেই প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট ছাড়িয়ে গেছেন। বর্তমানে তার প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৭, যেখানে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট। এতে হ্যারিসের আর এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে ফক্স নিউজ দাবি করছে।
ট্রাম্পের এই সম্ভাব্য জয়ের খবরে তার সমর্থকরা বিভিন্ন রাজ্যে আনন্দে মেতে উঠেছে। নির্বাচনী প্রচারের কেন্দ্রস্থলে ফক্স নিউজের পূর্বাভাস প্রকাশিত হওয়ার পরপরই সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাস ছড়িয়ে পড়ে। ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় হলরুমে উপস্থিত সমর্থকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন তারা, যা একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে।
অন্যদিকে, এখনো হাল ছাড়েননি কমলা হ্যারিস। তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড জানান, এখনও কিছু রাজ্যের ভোট গণনা চলছে, এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তার ভাষায়, ‘প্রতিটি ভোট, প্রতিটি কণ্ঠস্বর নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। আজ রাতে ভাইস প্রেসিডেন্ট ভাষণ দেবেন না, তবে আগামীকাল তিনি বক্তব্য রাখবেন।’
এই নির্বাচনী উত্তেজনার মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কিছু রাজ্যে স্নাইপার ইউনিট মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট পরবর্তী দিনগুলোতেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করার জন্য লগইন করুন!