নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) এই মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প তাঁর নতুন প্রশাসনের সব পদে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
ব্রুক রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এই ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠানটি ট্রাম্পের নীতি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মনোনয়ন ঘোষণার সময় ট্রাম্প বলেন, “আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন। তাঁরা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।”
- ব্রুক রলিন্সের অভিজ্ঞতা:
রলিন্স এর আগে হোয়াইট হাউসের অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও কাজ করেন। টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়নে পড়াশোনা শেষ করে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
- কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব:
সিনেট অনুমোদনের পর রলিন্স কৃষিমন্ত্রী হিসেবে কৃষকদের জন্য ভর্তুকি প্রদান, কেন্দ্রীয় পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন, এবং খাদ্য, খামার ও বনজ শিল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তত্ত্বাবধান করবেন।
১৫ সদস্যের নতুন প্রশাসন গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প, তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটের অনুমোদন প্রয়োজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!