প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ছবিতে প্লেব্যাক করলেন বাংলাদেশি গায়ক
বাংলাদেশের জনপ্রিয় গায়ক সৈয়দ অমি এবার পা রাখলেন টালিউডে। পশ্চিমবঙ্গের জিৎ চক্রবর্তী পরিচালিত আসন্ন ছবি ‘আড়ি’-তে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমার ‘মরুভূমি’ শিরোনামের গানে তাঁর কণ্ঠ ইতোমধ্যেই আলোচনায়।
গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী, সংগীত প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। সিনেমাটিতে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান, মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।
ট্রেলারে ভেসে এলো পরিচয়
সৈয়দ অমি জানান, “গত ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। কাউকে বলিনি। গতকাল যখন সিনেমার ট্রেলারে ব্যাকগ্রাউন্ডে নিজের গলা শুনলাম, তখনই বুঝলাম—এটা অফিসিয়াল হয়ে গেছে। লিংকন দাদাও জানালেন, গানটি টিমের সবাই পছন্দ করেছে।”
এই গানটি অমির জন্য একধরনের স্বপ্নপূরণ। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্রে তাঁর এই যাত্রা নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
মায়ের সঙ্গে ছেলের গল্প ‘আড়ি’
‘আড়ি’ ছবিতে এক মায়ের (মৌসুমী চ্যাটার্জি) ও তাঁর ছেলের (যশ) সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠবে। ছবিটি প্রযোজনা করছে ওয়াইডি ফিল্মস, যেটি পরিচালনা করছে যশ ও নুসরাতের প্রযোজনা সংস্থা।
গানের জগতে উজ্জ্বল অমি
২০২৪ সালে ভিউয়ের দিক থেকে শীর্ষ ১০ গানের তালিকায় জায়গা করে নেয় ‘মাতাল’, আলোচনায় ছিল ‘দুই চাক্কার সাইকেল’। চলতি বছরের শুরুর দিকেই ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল তাঁর ‘পরি পাইছি রে’। সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’-ও টিকটকে এবং ইউটিউবে ভাইরাল।
অমির টালিউড যাত্রা বাংলা গানের ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের বার্তা।
মন্তব্য করার জন্য লগইন করুন!