দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কঙ্গনা রানৌতের পর এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’, যা পরিচালনা করছেন তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি। খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মিড-ডে।
সিনেমাটির দুটি লটের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এই মাসে তৃতীয় ও শেষ লটের শুটিং সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, কাজলের এই সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনেমার একটি টিজার প্রকাশ করেছি, যেখানে দর্শক কাজল ম্যামকে অ্যাকশন অবতারে প্রথমবার দেখেছেন। তবে এটি কেবল একটি ট্রেলার, বাস্তবে তাঁর চরিত্র আরও ভয়ংকর রূপে ফুটে উঠবে।”
নির্মাতা আরও জানান, “মহারাগ্নিকে পর্দায় তুলে আনার এই যাত্রা আমাদের জন্য বেশ উপভোগ্য। সিনেমাটির শুটিং এখন একদম শেষের দিকে। আমরা এ সিনেমার জন্য একঝাঁক তারকার সঙ্গে কাজ করেছি এবং দর্শকদের একটি রোমাঞ্চকর গল্প উপহার দিতে চাই।”
এছাড়া, কাজল সম্প্রতি ‘মা’ সিনেমার শুটিংও শেষ করেছেন। ‘মহারাগ্নি: দ্য কুইন অব কুইন’ সিনেমায় কাজল ছাড়াও অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, সম্যুক্ত মেনন ও আদিত্য সিল। তবে সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে নির্মাতা এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।
লগইন
অ্যাকশন চরিত্রে কাজল: "দ্য কুইন অব কুইন" । ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!