পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনো হিমঘরে পড়ে রয়েছে তার নিথর দেহ। কারণ, তার নিজের বাবা মেয়ের মরদেহ গ্রহণে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি জানিয়ে দিয়েছেন—মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই!
৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর লাশ মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—তিনি প্রায় এক মাস আগেই মারা গেছেন।
নিঃসঙ্গ জীবন, নিঃশেষ সমাপ্তি
লাহোরে জন্ম নেওয়া হুমাইরা স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান করাচিতে। সেখানেই ২০১৮ সাল থেকে একা বসবাস করছিলেন। দক্ষিণ করাচির এসএসপি মাহজোর আলী জানিয়েছেন, ২০২৪ সালের শুরু থেকেই তিনি বাসার ভাড়া পরিশোধ করতেন না এবং নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন।
বাবার চরম উদাসীনতা
হুমাইরার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তার বাবা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেন, মেয়ের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। পুলিশ বারবার অনুরোধ জানালেও তিনি করাচিতে আসেননি। পরিবার থেকেও আর কোনো খোঁজ নেওয়া হয়নি।
আদালতের নির্দেশে ফ্ল্যাট সিল, তদন্ত চলছে
হুমাইরার মৃত্যুর ঘটনাকে ঘিরে চলছে ব্যাপক তদন্ত। মোবাইল ফোন থেকে সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় ডেটা। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
এক সময়ের তারকা, আজ বিস্মৃত একা জীবন
২০১৩ সালে মডেলিং শুরু করেছিলেন হুমাইরা। ২০২২ সালে ‘তামাশা’ নামে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি পান। তবে বিগত কয়েক বছর ধরে তিনি জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।
শোক, আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
তার করুণ মৃত্যু এবং পারিবারিক অবহেলা পাকিস্তানি শোবিজ অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক ও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই শোবিজ অঙ্গনের মানসিক স্বাস্থ্য নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!