রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি শিক্ষিকা মাহরিন চৌধুরীর অসীম সাহস ও আত্মত্যাগের বিশেষভাবে প্রশংসা করেছেন।
বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।”.
তিনি আরও বলেন, “এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী, একজন শিক্ষিকা যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে গিয়ে আরও শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেন। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ কখনো ভোলার নয়।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “এই শোকের সময়ে আমরা বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছি। আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাব, আমরা প্রতিটি প্রাণহানিতে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আহত শিক্ষার্থী নাফির মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২।
মন্তব্য করার জন্য লগইন করুন!